• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিএনপির সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরাই 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

বিএনপির সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরাই                        
রাজপথে আন্দোলন-কর্মসূচির নামে বিএনপির ধারাবাহিক সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৭ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া দলীয় কর্মসূচির নামে অপকর্মে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন বাকি নেতাকর্মীরা। এসব ঘটনায় কর্মীদের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্নও।

তৃণমূল নেতাকর্মীরা জানতে চাইছেন, এ ধরনের কর্মসূচিতে আসলে কি লাভ হচ্ছে? বিএনপির গন্তব্য কোথায়?

তৃণমূল বিএনপির এক নেতা বলেন, আমরা এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে হয়রানির শিকার হচ্ছি। কিন্তু কেন্দ্রীয় নেতারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না।

এক কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির এখনকার কর্মসূচি লক্ষ্যহীন। আমরা শুধু কিছু সভা-সমাবেশ করছি। এসব কর্মসূচি পালন করে বিএনপি কী অর্জন করতে পারবে তা পরিষ্কার নয়। এমনকি কর্মসূচি সম্পর্কে কর্মীদেরও কিছু জানানো হচ্ছে না। হঠাৎ তাদের বলা হচ্ছে, সমাবেশে যোগদান করতে হবে। কয়েকদিনের কর্মসূচি থেকে কোনো ফলাফল না আসায় এসব সভা-সমাবেশ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপির কর্মসূচির সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে সাধারণ মানুষ যোগ দিচ্ছে না। আর জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলন কখনো সফল হতে পারে না। সভা-সমাবেশ করতে গিয়ে কর্মীরা ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দলীয় কর্মসূচিতে তারা আগ্রহ হারিয়ে ফেলবে। এতে বিএনপির সভা-কর্মসূচি কখনোই সফল হবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –