• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দেশকে ফের লুটপাটের স্বর্গরাজ্য বানাতে চায় বিএনপি 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২২  

গণঅভ্যুত্থানের মিথ্যা স্বপ্ন দেখিয়ে দেশকে ফের লুটপাটের স্বর্গরাজ্য বানাতে মরিয়া দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। ক্ষমতার লোভ থেকে জন্ম নেয়া রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে বাংলাদেশে অতীতে কখনো গণঅভ্যুত্থান হয়নি, বর্তমানে তো হবেই না, আগামী দিনেও সম্ভব নয়।
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যখন গণঅভ্যুত্থানের হুমকি দেয়, তখন দলটির তৃণমূল নেতাকর্মীরাই এতে হাস্যরসের উপাদান খুঁজে পায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত একজন নেতা বলেন, বিএনপির জন্মগত দোষ না যায় মুছা, না যায় পরিত্যাগ করা। গণঅভ্যুত্থান করার ক্ষমতা নেই বলে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুলকে দিয়ে একযুগেরও বেশি সময় ধরে মাঠ গরম করার মিথ্যা নাটক প্রদর্শন করে যাচ্ছে দলটি।

তিনি বলেন, ইতিহাসের পাতায় চোখ বুলালেই অলস বিএনপির রাজনৈতিক অপরিপক্বতার প্রমাণ মিলবে। বিএনপির মুখে গণঅভ্যুত্থানের গল্প নিছক রূপকথা ছাড়া আর কিছুই নয়।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, বিএনপির মূল সমস্যা হলো ধান চাষ না করেই তারা চায় মুখে যেন স্বয়ংক্রিয়ভাবে ভাত চলে আসে। আন্দোলন সংগ্রাম না করে, জনগণের পাশে না দাঁড়িয়ে কি ক্ষমতায় আসা যায়? জনগণের আস্থা অর্জন করে তবেই ক্ষমতায় আসতে হয়।

তারা আরো বলেন, স্বাভাবিকভাবেই দেশে গণঅভ্যুত্থান হওয়ার কোনো সুযোগ দেখছি না। এর চেষ্টা করা হলে জনগণই তা রুখে দেবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –