• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাফপাস আন্দোলনে ঢুকে নাশকতার পরিকল্পনা বিএনপি’র 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১  

বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) চালু ও নিরাপদ সড়কের দাবিতে শিশু-কিশোরদের চলমান আন্দোলনকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত। 

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এর আগে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনকে অন্য খাতে নেয়ার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত। এবারো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াতের একটি চক্র।

জানা গেছে, রাজধানীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববারও তারা রাস্তায় নামে ও বিভিন্ন স্লোগান দেয়। সে সময় শিক্ষার্থীরা যানবাহন থামিয়ে কাগজপত্রও পরীক্ষা করেছে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের (শিক্ষার্থীদের) লেখাপড়ার জন্য, শিক্ষার জন্য, উন্নত জীবনের জন্য শিক্ষার্থীদের দাবির প্রতি আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। 

আর তার এ সমর্থনের পরই প্রশ্ন উঠেছে, ২০১৮ সালের মতোই বিএনপি শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে কি-না?

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে শিক্ষার্থীদের হাফ পাস আন্দোলন পর্যবেক্ষণ করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলনের এক সপ্তাহ পার হওয়ার পরই এতে সমর্থন দিতে ফখরুলকে নির্দেশ দেন তিনি। 

বিএনপির লন্ডন সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের সহানুভূতি আদায়ের জন্য নানাভাবে মিথ্যাচার করছে বিএনপির নেতারা। এরই মধ্যে নিরাপদ সড়কের আন্দোলনকে কেন্দ্র করেই ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা রাজপথে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। 

একদিকে খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরদিকে হাফ পাস আন্দোলনে নেমে শিবির-ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস সৃষ্টি করবে। এভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করবে।

রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের শেষে সুযোগসন্ধানীরা নানা অপপ্রচার চালায়। সে সময় আন্দোলনরত ছাত্রছাত্রীরা একপর্যায়ে আওয়ামী লীগ অফিসের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। এতে সামনে থেকে ইন্ধন দিয়েছিল বিএনপি-জামায়াতের একটি চক্র। 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে দেশ অচল করার পরিকল্পনা সে সময় নস্যাৎ করে দিয়েছিল পুলিশ। এবারও সে রকম আলামত দেখা যাচ্ছে। তবে প্রশাসন সতর্ক রয়েছে। 

শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের মাঝে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানা গেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –