• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

লালমনিরহাটে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৪  

লালমনিরহাটে স্ত্রী জোৎনা বালা হত্যার দায়ে স্বামী শুশীল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৭ মে) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান দণ্ডপ্রাপ্ত শুশীল চন্দ্রের অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা মালদা পাড়া গ্রামের বাসিন্দা শুশীল চন্দ্র পারিবারিক কলহের জেরে স্ত্রী জোসনা বালাকে হত্যা করে। পরে নিহতের ভাই ফনি বর্মন বাদী হয়ে ২০১১ সালের ১৫ জুন তারিখে হাতীবান্ধা থানায় শুশীল চন্দ্রের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন জানান, দণ্ডবিধি ৩০২ বর্ণিত দণ্ডপ্রাপ্ত অপরাধ প্রমাণিত হওয়ায় রোববার এ রায় দেন আদালত।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –