• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

স্বাধীনতা দিবসে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের নানা কর্মসূচি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এবং স্বাধীনতার গৌরবোজ্জ্বল দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিগুলো হলো:
৬.০৫ টায় লালমনিরহাট জেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ৬.৩০ টায় লালমনিরহাট জেলা শহরস্থ আল-নাহিয়ান শিশু পরিবারের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পুস্পস্তবক অর্পণ। ৬.৪০ টায় লালমনিরহাট জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন: 
এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান (এমপি লালমনিরহাট-৩  ও সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ),
মোঃ সিরাজুল হক (সহ-সভাপতি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ), নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা (সহ-সভাপতি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ), সফুরা বেগম রুমি (সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও সভানেত্রী, লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগ), এ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম রাজু (সহ-সভাপতি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ), গোলাম মোস্তফা স্বপন (যুগ্ম সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ)সহ প্রমুখ।

আজ বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –