• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আদিতমারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক মেগা ক্যাম্প     

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

লালমনিরহাটের আদিতমারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক মেগা ক্যাম্প আয়োজন করা হয়েছে। রবিবার (২৪মার্চ) সকাল ১১টায় উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এই মেগা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

সর্বজনীন পেনশন স্কিম ক্যাম্পের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল নাগরিকের অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ ব্যক্তিগণও অংশ নিতে পারবেন। প্রত্যয় স্কিমে অংশ নেওয়ার মাধ্যমে অবসর জীবনে মাসিক পেনশন প্রাপ্য হবেন। এ কারণে পেনশন স্কিম গ্রহণ করে নিজেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী।

এসময় আরও বক্তব্য রাখেন সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু, পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমীসহ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –