• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

কালীগঞ্জে পতিতাবৃত্তির দায়ে ২ জনের কারাদণ্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

লালমনিরহাটের কালীগঞ্জে পতিতাবৃত্তি অপরাধে জেসমিন আক্তার (২২) ও মীর ইকবাল স্বপন (৩২) নামে ২ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইকবাল স্বপন কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে ও জেসমিন আক্তার ময়মনসিংহ ফুলপুর উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁপারতল এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে দেহ ব্যবসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় বাড়ির মালিক ইকবাল হোসেন স্বপন ও জেসমিন আক্তার দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত দেহ ব্যবসার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ইকবাল হোসেনকে ২ মাস ও জেসমিন আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –