• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪  

আজ সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একইসাথে সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাননীয় অ্যাড. মতিয়ার রহমানের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেনঃ অ্যাড. মো: মতিয়ার রহমান ( সংসদ সদস্য, লালমনিরহাট-৩ আসন ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ), মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট),
মোঃ কামরুজ্জামান সুজন (চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ), স্বপন কুমার রায় (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লালমনিরহাট), আবু বক্কর সিদ্দিক (সহকারী সুপারিনটেনডেন্ট, পিটিআই, লালমনিরহাট) প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে, লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জন্য জেলা শিক্ষা পরিবারের সকল সদস্যদের একনিষ্ঠ দায়িত্ব ও কর্তব্য পালন করার আহ্বান জানান। প্রাথমিক শিক্ষকবৃন্দের বিভিন্ন দাবিসমূহ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার আশ্বাস জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –