• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

আদিতমারীতে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪  

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও ২ আরোহী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম সারপুকুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের হাফেজ আলীর ছেলে। আহতরা একই ইউনিয়নের সারপুকুর গ্রামের মৃনাল কান্তি (২৮) ও আপেল (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম, মৃনাল কান্তি ও আপেল তিনজনে একটি মোটরসাইকেল যোগে লালমনিরহাট শহরে যাচ্ছিলেন। তারা সাপ্টিবাড়ি ইউনিয়নের বিসিক শিল্পনগরী অতিক্রম করলে পিছন দিক থেকে আসা লালমনিরহাটগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম নিহত হন। মোটরসাইকেলের অপর ২ আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি দল আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –