• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

বুড়িমারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪  

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কৃষ্ণ কুমার (২০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌন ওয়াহিদ। আটক কৃষ্ণ কুমার ভারতের পশ্চিমবঙ্গের মধুবানী থানার ধুমরিয়া এলাকার রাজগীরের ছেলে।

জানা যায়, বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তের ৮৩৪/এস পিলার হয়ে বাংলাদেশে অবৈধ প্রবেশ করে ভারতীয় নাগরিক কৃষ্ণ কুমার। সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চলে আসলে ৬১ বিজিবি'র তিস্তা ব্যাটালিয়ান-২ এর ধবলসুতি বিওপি ক্যাম্পের টহল দল ভারতীয় নাগরিক কৃষ্ণ কুমারকে আটক করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করে বিজিবি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় নাগরিককে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –