• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৯ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাট সীমান্তে শিশুসহ ৪ রোহিঙ্গা আটক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিন বিঘা করিডোর থেকে এক শিশুসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। পরে তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দহগ্রাম করিডোর পাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন- মৃত ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (২৪), মো. আব্দুল্লাহর স্ত্রী মোছা. শরিফা (১৯), শামছু আলমের মেয়ে মোছা. আমেনা (১৫) ও শিশু রিনাস বিবি (বয়স ২৭ মাস)। তারা কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ ও উখিয়ার কুতুপালং ক্যাম্পে-১ এ থাকতেন।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দুপুর থেকে ঐ চার রোহিঙ্গা সীমান্তের পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় সন্দেহ হলে সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দহগ্রাম করিডোর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করেন বিজিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

পাটগ্রাম থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, আটককৃত রোহিঙ্গারাদের তথ্য যাচাই-বাছাই চলছে। সীমান্ত থেকে তাদের আটক করেছে বিজিবি। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –