• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাট সীমান্তে রোহিঙ্গা নারী আটক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি কোরিডোর সীমান্ত থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ঐ নারীকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। এর আগে, সোমবার উপজেলার পানবাড়ি কোরিডোর সীমান্ত থেকে ঐ রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা নারীর নাম মোছা. রমিদা। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার পানবাড়ি কোরিডোর সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ঐ রোহিঙ্গা নারী। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করেন। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর বাসিন্দা।

পাটগ্রাম থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –