• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

কালীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবু তাহের মো. মুসা শামীম ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম ফরহাদ জয়ী হন।

রোববার (২৮ জানুয়ারি) উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত  নির্বাচনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে আবু তাহের মো. মুসা শামীম চেয়ার প্রতীকে ৫৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম বাদল দোয়াত কলম প্রতীকে পান ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম ফরহাদ খেঁজুর গাছ প্রতীকে ৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম বাদল হাতী প্রতীকে পান ৩৭ ভোট।

এছাড়া, সহ সভাপতি পদে আব্দুর ছালাম, সহ সম্পাদক পদে সাদিকুল ইসলাম ভেলু, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম হোসেন, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম (কবি), দপ্তর সম্পাদক পদে রবিউল ইসলাম মিঠু, প্রচার সম্পাদক পদে হান্নান আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পদে শফিউল্লাহ ও কার্যনির্বাহী পদে লিটন মিয়া জয়ী জন। নির্বাচনে মোট ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনকারী কালীগঞ্জ উৎপাদন পুষ্টি উন্নয়ন কর্মকর্তা শাহ নেওরাজ বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –