• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

১০ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে লালমনিরহাট

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

লালমনিরহাটে টানা পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে জেঁকে বসেছে শীত। তাপমাত্রার পারদ রয়েছে নিম্নগামী। সঙ্গে বাতাস ও ঘন কুয়াশায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। 

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, গত ২৪ ঘণ্টায় লালমনিরহাট ও এর আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সহসা এ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম।১০ ডিগ্রি থেকে বার ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আগামী কয়েকদিন তাপমাত্রা বিরাজ করতে পারে।

এদিকে প্রচণ্ড হারকা পানো ঠান্ডায় বেড়েছে শীতকালীন রোগবালাই। হাসপাতালগুলোতে সর্দি-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগী বেড়েছে। এরমধ্যে শিশু ও বয়স্করাই বেশি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –