• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

হাতীবান্ধায় এক ছাগলের ৫ বাচ্চা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামে বৃহস্পতিবার এক ছাগলের ৫ বাচ্চা প্রসব করেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। 

এক নজর দেখার জন্য উৎসুক জনতাকে ভীড় করতে দেখা গেছে ওই বাড়িতে। ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম পালিত ছাগলটির মালিক।

গৃহবধূ রোকেয়া বেগম বলেন, তিনি বেশ কয়েক বছর ধরে দেশি ছাগল পালন করে আসছেন। এর আগেও এ ছাগলে ৩টি বাচ্ছা প্রসব করেছে। বৃহস্পতিবার দুপুরে আবারো একসঙ্গে ৫টি বাচ্ছা প্রসব করলো। বাচ্চা ও তার মা উভয়েই সুস্থ আছে।

হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান বলেন, একটি ছাগলের ৫টি বাচ্চা প্রসবের খবরটি আমার নজরে এসেছে। এটি আল্লাহ প্রদত্ত একটি ঘটনা। ছাগল ও তার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এজন্য ওই মালিককে সহযোগিতা করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –