• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০২৩ তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

লালমনিরহাটে ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

 
আজ ১০.০০টায় লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ইন্টার্নশিপে কর্তব্যরত ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফবৃন্দের (২০১৯-২০ সেশন) আয়োজনে বিথী রাণী'র (ইন্টার্ন নার্স) নেতৃত্বে ৭৫জন কর্মরত ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করেছে।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর আওতাধীন ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডয়াইফারি কোর্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স করা হয়। কোর্স শেষে সরকারি হাসপাতালের আওতাধীন ছয় মাস মেয়াদী ইন্টারশীপ করা হয় (যা পূর্বে দুই মাস করা হতো)।

ইন্টার্ন ভাতা দাবি করা নিন্মোক্ত কারণসমূহ:
ক) ইন্টার্নশীপ ছাত্র-ছাত্রীদের জন্য কোন আবাসিক সুবিধা না থাকা।
খ) দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতির বৃদ্ধির কারণে ব্যয়ভার বৃদ্ধি পাওয়া ।

উল্লেখ্য, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবর একাধিকবার লিখিত আবেদন করেছেন। যতদিন পর্যন্ত তাদের ন্যায্য দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে বলে জানা যায়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –