• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষ্যে লালমনিরহাটে আলোচনা সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

 আজ ১১.২০টায় লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ প্রবীন হিতৈষী লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি মোঃ ইউসুফ হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক প্রবীন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে  লালমনিরহাট পৌরসভা কার্যালয়ে হতে জেলা শহরে র‌্যালি এবং পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন: মোহাম্মদ উল্যাহ্ (জেলা প্রশাসক, লালমনিরহাট), মোঃ রেজাউল করিম স্বপন (মেয়র, লালমনিরহাট পৌরসভা),  মোঃ আব্দুল মতিন (উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, লালমনিরহাট), ক্যাপ্টেন (অব:) আজিজুল হক (বীর প্রতীক ও প্রধান উপদেষ্টা, প্রবীন হিতৈষী সংঘ, লালমনিরহাট জেলা শাখা) প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বিশ্বের প্রবীণ জনগোষ্ঠির চেতনাকে জাগ্রত করার জন্য ১৯৯১ সালের ১লা অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস' হিসেবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন পদক্ষেপ প্রবীণদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান। সকল প্রবীণদের প্রতি আরো সহনশীল ও শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান। 

আলোচনা সভা পরবর্তীতে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ১০ জন প্রবীনের মাঝে হুইল চেয়ার এবং ৯০ জন প্রবীন ব্যক্তিদের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –