• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০২৩ তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

আজ শুক্রবার ৬টায় বঙ্গবন্ধু পরিষদ, লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে সংগঠনের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এ্যাড. মতিয়ার রহমান (চেয়ারম্যান, লালমনিরহাট জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ), নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা (সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ), এ্যাড. নজরুল ইসলাম রাজু (সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ), গোলাম মোস্তফা স্বপন (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ), বিউটি বেগম (সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, লালমনিরহাট জেলা শাখা) প্রমুখ।

আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন, আদর্শ ও দর্শন তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে যার ফলে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল পরিনত হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –