• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

লালমনিরহাটে বানিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় লালমনিরহাট জেলার কালেক্টরেট মাঠে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে এক মাস ব্যাপী লালমনিরহাট জেলা বাণিজ্য মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জনাব আলহাজ্ব শেখ আব্দুল হামিদ, সভাপতি, লালমনিরহাট চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

প্রধান অতিথি হিসেবে উপস্থাপিত ছিলেন জনাব আলহাজ্ব নূরুজ্জামান আহমেদ এমপি (মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ও সভাপতি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ)। 

এসময় আরও উপস্থিত ছিলেন- এ্যাড, সফুরা বেগম রুমি (সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগ ও সভানেত্রী জেলা মহিলা আওয়ামী লীগ)। অ্যাড. মোঃ মতিয়ার রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট। মোহাম্মদ উল্লাহ জেলা প্রশাসক লালমনিরহাট। সিরাজুল হক সাবেক সভাপতি লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সহ সভাপতি জেলা আওয়ামী লীগ)। নজরুল হক পাটোয়ারী ভোলা সাবেক, সভাপতি লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সহ সভাপতি জেলা আওয়ামী লীগ)। মোঃ রেজাউল করিম স্বপন, (মেয়র লালমনিরহাট পৌরসভা) প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ বলেন, বাণিজ্য মেলা পণ্যর পরিচিতি সম্প্রসারণের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –