• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

জনগণের সাড়া না পেয়ে তারা বিদেশ নীতি নিয়ে ব্যস্ত: কবির বিন আনোয়ার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩  

আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি। যারা জনগনের সাড়া পাচ্ছে না তারা বিদেশ নীতি আর ভিসা নীতি নিয়ে ব্যস্ত। তারা আগামীতে বিদেশিদের সহায়তায় ক্ষমতায় যেতে চায়। তাদের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

মঙ্গলবার লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, ভোটারদের ভোটমুখি করতে বাড়ি বাড়ি যাবে আওয়ামী লীগের স্মার্টকর্মীরা। এজন্য স্মার্ট কর্নার করা হচ্ছে। দক্ষকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে ভোটারদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে একটা উৎসবের পরিবেশ তৈরি করবে।

তথ্যপ্রযুক্তি আইন প্রসঙ্গে কবির বিন আনোয়ার বলেন, সরকারবিরোধী প্রচারণা মানেই তা দেশবিরোধী প্রচারণা। সুতরাং দেশবিরোধী কার্যকলাপ রোধ করতে তো আইন প্রয়োগ করতে হবে। এখন সব পত্রিকাই অনলাইনে চলে গেছে। অনেকেই ছবি তুলে, ভিডিও করে ও কার্টুন করে বিভিন্নভাবে অপপ্রচার করছে, গুজবও সৃষ্টি করছে। 

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের উন্নত একটি রূপ। স্মার্ট বাংলাদেশের প্রাথমিকভাবে চারটি বিষয় এসেছে—স্মার্ট গভর্নর, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমিক। আমরা দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট করে গড়ে তুলবো। আমাদের প্রতিটি জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার নির্মাণ করে আমাদের সন্তানদের প্রশিক্ষণ দেব।

তিনি বলেন, বাংলাদেশকে ডিজিটাল করার স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা তার নির্বাচনী ইশতেহার ছিল। ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করে তিনি দেখিছেন।

এসময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –