• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০২৩ তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

লালমনিরহাট জেলা শহরের বাটা মোড়ে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্যে দেয়ার প্রতিবাদে  প্রতিবাদ সমাবেশ করা হয়। শনিবার দুপুর ১২টায় সংগঠনের সভাপতি এ্যাড. ইকবাল হোসেন মামুনের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করা হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেনঃ মোঃ রেজাউল করিম স্বপন (মেয়র, লালমনিরহাট পৌরসভা), জামাল হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক লালমনিরহাট পৌর আওয়ামী লীগ), মেরুন হাসান (সাধারণ সম্পাদক, ০৭ নং ওয়ার্ড, লালমনিরহাট পৌর আওয়ামী লীগ), মোঃ মনির ইসলাম (সদস্য জেলা যুবলীগ, লালমনিরহাট), মোছাম্মৎ মুক্তা (সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগ) প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সম্প্রতি আসাদুল হাবিব দুলু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গাত্মকমূলক বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনতিবিলম্বে আসাদুল হাবিব দুলুকে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে না পারলে লালমনিরহাট জেলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –