• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০২৩ তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের মাসিক সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

 
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে মাসিক (সেপ্টেম্বর/২০২৩) সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোতাহার হোসেন (মাননীয় সংসদ সদস্য, লালমনিরহাট-১ আসন) এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেনঃ নূরুজ্জামান আহমেদ এমপি (মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ও সভাপতি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ), এ্যাড. সফুরা বেগম রুমি (সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সভানেত্রী, জেলা মহিলা আওয়ামী লীগ),
অ্যাড. মতিয়ার রহমান (সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ),
নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা (সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ),
মো. সিরাজুল হক (সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ),
গোলাম মোস্তফা স্বপন (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ) প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, জেলা আওয়ামী লীগের দলীয় ও সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। 

মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ: 
ক) বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়া এবং গ্রেফতারের দাবিতে অদ্য ১৬০০-১৮০০ ঘঃ লালমনিরহাট সদর উপজেলার ০৭টি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্ব-স্ব এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
খ) আগামী ২৪-০৯-২০২৩ তারিখ লালমনিরহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
গ) আগামী ২৬-০৯-২০২৩ তারিখ জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ঘ) ২৮-০৯-২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –