• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

কালীগঞ্জে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত ‍‍

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

‍‍`সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার‍‍` প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, তুষভাণ্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, গোড়ল ইউপি চেয়ারম্যান নুর আমিন, মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ১১টি স্টলের এক উন্নয়ন মেলা গত ১৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছিল।

এতে অংশগ্রহণকারী স্টলগুলো স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শনের জন্য সমাপনী দিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পুরুস্কৃত করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –