– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৩ উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় র‍্যালীটি জেলা প্রশাসক কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়। র‍্যালি পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে আফরোজা খাতুন উপ-পরিচালক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাট এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন: মোহাম্মদ উল্যাহ (জেলা প্রশাসক, লালমনিরহাট), এডভোকেট মতিয়ার রহমান (চেয়ারম্যান, জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ), মোঃ সাইফুল ইসলাম (পুলিশ সুপার, লালমনিরহাট), অ্যাডভোকেট সফুরা বেগম রুমি (সদস্য, কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ),রেজাউল করিম স্বপন (মেয়র, লালমনিরহাট পৌরসভা), জান্নাত আরা ফেরদৌস (নির্বাহী কর্মকর্তা সদর, লালমনিরহাট) প্রমুখ।

একইরকম কর্মসূচি জেলার অন্যান্য উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –