– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

লালমনিরহাটে জাতীয় পার্টির নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

লালমনিরহাটে জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে পদত্যাগ করেছেন জেলা জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী। এ নিয়ে দলটির ভেতরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন না করা, বিভিন্ন কর্মসূচিতে জেলা জাতীয় পার্টির সদস্য সচিবের একক আধিপত্যসহ নানা কারণে সিনিয়র নেতাদের ওপর নাখোশ তৃণমূল নেতাকর্মীরা। এ কারণে পদত্যাগের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন তারা।

সম্প্রতি লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল ইসলাম আউয়াল, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম রাজু, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র রায়, সহ-সভাপতি শাহিনুর ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল ইসলাম আউয়াল বলেন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টিতে নেতাকর্মীদের মূল্যায়ন নেই। এছাড়া জেলার সদস্য সচিবের একক আধিপত্যের কারণে কোনো নেতাকর্মী মূল্যায়ন পান না। এ কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, নির্বাচনের আগে নেতাকর্মীদের গণ-পদত্যাগ ভোটের মাঠে জাতীয় পার্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –