• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিজের মানববন্ধন কর্মসূচি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

লালমনিরহাটে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিজের আয়োজনে সংগঠনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নয়, জ্বালানি ও জলবায়ু সুরক্ষিত ভবিষ্যৎ চাই এ স্লোগানকে সামনে রেখে  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতহয়। শুক্রবার বেলা ১১টায় লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতহয়। 

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেখ এন্তাজুর রহমান (অধ্যক্ষ, শেখ শফিউদ্দিন কমার্স কলেজ, লালমনিরহাট),
 শহিদ ইসলাম সুজন (সভাপতি, তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থা), খাইরুল কবির (সভাপতি, সবুজ সেবা ফাউন্ডেশন, লালমনিরহাট) প্রমুখ।

মানববন্ধনে বক্তারা, বর্তমান সরকারের কাছে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করা এবং জীবাশ্ম জ্বালানি বিশেষ করে এলএনজি আমদানির ওপর দেশের নির্ভরতা কমানোর দাবি জানান। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য বিদ্যুতে রূপান্তর প্রক্রিয়ায় ন্যায্যতা বজায় রাখার দাবিও জানানো হয়।বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –