• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

আদিতমারীতে মাদরাসায় যাওয়ার পথে ট্রাক কাড়ল কিশোরের প্রাণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মনির হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বকশীটারি এলাকার আবু তালেবের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে প্রতিদিনের ন্যায় মনির হোসেন রাস্তা দিয়ে হেঁটে জামতলা হাফিজিয়া মাদরাসা যাওয়ার সময় হাজীগঞ্জ এলাকায় বালুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে বালুবোঝাই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এলাকাবাসী ট্রাকটি আটক করে স্থানীয় কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দেন।

কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –