– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

লালমনিরহাটে নিখোঁজের দুইদিন পর তিস্তার চরে মিলল যুবকের মরদেহ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  


লালমনিরহাটে নিখোঁজের দুইদিন পর তিস্তা নদীর চর থেকে হামিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তিস্তা রেল ব্রিজের পাশের একটি চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, সোমবার রাতে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হন তিনি। মৃত হামিম লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার নবিজ কাসাইয়ের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে স্থানীয়রা তিস্তা রেল ব্রিজের পাশের চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় উপস্থিত লোকজন মরদেহটি গোকুন্ডা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার নবিজ কাসাইয়ের ছেলে বলে শনাক্ত করেন।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –