• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন: সমাজকল্যাণমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

 
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে সুনাম অর্জন করেছেন। তিনি দেশকে যেভাবে পরিচালনা করছেন সেজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে বিশেষভাবে ধন্যবাদও দিয়েছেন। সুতরাং, বিএনপি যতই ষড়যন্ত্র করুক শেখ হাসিনাই আবারো প্রধানমন্ত্রী হবেন। শনিবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশবিরোধী অপশক্তি এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। বিএনপি নেতার এক বক্তব্যেই দেশের মানুষ সেটি বুঝতে পেরেছে। তাই এখন আর কেউ বিএনপিকে বিশ্বাস করে না। বিএনপি এখনো সরকার ও দেশবিরোধী গুজব ছড়িয়ে যাচ্ছে। কিন্তু সেই গুজবে জনগণ কাজ দিচ্ছে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়েছে। বিএনপি ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট না করলে, খালেদা জিয়া-তারেক রহমান দুর্নীতি ও নাশকতা না করলে দেশের আরো উন্নয়ন হতো। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের কারণে খালেদা জিয়া-তারেক রহমানের আসল চরিত্র জনগণের সামনে উন্মোচিত হয়েছে। এ কারণে খালেদা জিয়া নির্বাচন চান না, তারেক রহমান দেশে আসেন না।

এ সময় উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, আদিতমারী থানার ওসি মোজ্জামেল হক প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –