• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাবা-মাকে খুঁজছে প্রতিবন্ধী শিশু সোহেল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

 
লালমনিরহাটের আদিতমারী রেলওয়ে স্টেশনে পাওয়া প্রতিবন্ধী শিশু সোহেল তার পরিবারের কাছে ফিরতে চায়। তাকে কেউ চিনলে আদিতমারী থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, আদিতমারী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে মঙ্গলবার (২৩ মে) রাতে কান্না করছিল প্রতিবন্ধী শিশু সোহেল। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করতে না পেয়ে আদিতমারী থানায় খবর দেয়। পুলিশ তাকে থানা হেফাজতে শিশু বান্ধব অফিসারের নিবিড় পরিচর্যায় রাখে।

তিনি আরো জানান, অনেক চেষ্টার পরে পুলিশকে দেওয়া তথ্যে- প্রতিবন্ধী শিশুটি নিজের নাম সোহেল (১০), বাবার নাম আব্দুর রাজ্জাক ও মায়ের নাম কাজলী জানালেও ঠিকানা বলতে পারেনি। তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে সবার সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সন্ধান চেয়ে স্ট্যাটাস দেয় পুলিশ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –