– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

বাবা-মাকে খুঁজছে প্রতিবন্ধী শিশু সোহেল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

 
লালমনিরহাটের আদিতমারী রেলওয়ে স্টেশনে পাওয়া প্রতিবন্ধী শিশু সোহেল তার পরিবারের কাছে ফিরতে চায়। তাকে কেউ চিনলে আদিতমারী থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, আদিতমারী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে মঙ্গলবার (২৩ মে) রাতে কান্না করছিল প্রতিবন্ধী শিশু সোহেল। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করতে না পেয়ে আদিতমারী থানায় খবর দেয়। পুলিশ তাকে থানা হেফাজতে শিশু বান্ধব অফিসারের নিবিড় পরিচর্যায় রাখে।

তিনি আরো জানান, অনেক চেষ্টার পরে পুলিশকে দেওয়া তথ্যে- প্রতিবন্ধী শিশুটি নিজের নাম সোহেল (১০), বাবার নাম আব্দুর রাজ্জাক ও মায়ের নাম কাজলী জানালেও ঠিকানা বলতে পারেনি। তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে সবার সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সন্ধান চেয়ে স্ট্যাটাস দেয় পুলিশ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –