• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

আদিতমারীতে মাদক সেবনরত অবস্থায় আটক ৩ যুবককে কারাদণ্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

 
লালমনিরহাটের আদিতমারীতে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২২ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার আব্বাছ আলীর ছেলে বাবুল মিয়া (৩৮), আলাল মিয়ার ছেলে মো. আশরাফুল (৩২) ও জোবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে কয়েকজন মাদক সেবন করছেন। পরে সেখানে অভিযান চালায় আদিতমারী থানাপুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তারা তাদের অপরাধ স্বীকার করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে বিকেলে জেলা কারাগারে পাঠানো হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –