• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

লালমনিরহাটে মদ নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে খুন 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

লালমনিরহাটের পাটগ্রামে মদ পানকে কেন্দ্র করে বন্ধুর হাতে রফিকুল ইসলাম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। হত্যার পর নিহতের মরদেহ তিস্তা নদীর বালু চরে পুতে রাখে অভিযুক্ত আইউব আলী (২৬)। শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় তিস্তা নদীর চরে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র। অভিযুক্ত আইউব আলীর বাড়িও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইউব আলী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শ্বশুর বাড়ি বেড়াতে আসেন আইউব আলী (২৬)। শুক্রবার দুপুরে বন্ধুর শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন একই উপজেলার রফিকুল ইসলাম। দুই বন্ধু বিকেলে তিস্তা নদীর চরে ভারতীয় সীমান্তে গিয়ে ভারতীয় মদ পান করেন। মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে আইউব আলী রশি দিয়ে তার বন্ধু রফিকুল ইসলামের গলা পেচিয়ে হত্যা করে মনদেহ বালুতে পুতে রাখে।

এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মরদেহ উদ্ধারসহ এ ঘটনায় আইউব আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের শিকার রফিকুল ইসলামের বড় ভাই আমজাদ হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –