• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ছয় জুয়াড়ি হাতেনাতে আটক, কারাদণ্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মে ২০২৩  

জুয়া খেলার আসর থেকে ছয় জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ। আটক জুয়াড়িদের ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করেছে। 

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত এ দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন দুর্গাপুর ইউপির দিঘলটারী এলাকার মো. আব্দুল আউয়ালের ছেলে মো. আলম মিয়া, শহিদুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান, আনছার আলীর ছেলে মো. শহিদুল ইসলাম, সাইদুল, মনছুর আলীর মো. মোজাম্মেল হক, নুরুল হকের ছেলে মো. মমিনুর ইসলাম ও মো. আফতার আলীর ছেলে মো. একরামুল হক।

জানা যায়, সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর ইউপিতে জুয়া খেলা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ছয়জন জুয়াড়িকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাতের ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা করে। দণ্ডপ্রাপ্ত জুয়াড়িদের দুপুরের দিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, আদিতমারী উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত রাখতে তাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –