• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

তিস্তায় নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার     

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩  

 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নাতি-নাতনিদের মেয়ের বাড়ি থেকে নিয়ে ফেরার পথে তিস্তা নদীতে নৌকা ডুবে কুরফান আলী (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়। নিখোঁজের পর তার লাশ উদ্ধার করা হয়। 

সোমবার দুপুরে তিস্তা ব্যারাজের উজান থেকে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল বৃদ্ধের লাশ উদ্ধার করে। এর আগে রবিবার দুপুরে তিস্তা  ব্যারাজ এলাকায় নিখোঁজের ঘটনা ঘটে। 

জানা গেছে, নিখোঁজ কুরফান আলী মেয়ের বাড়ি থেকে নাতি-নাতনিদের নিয়ে তিস্তা নদী পার হচ্ছিল নৌকায়। এসময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। পরে স্থানীয়রা নৌকায় থাকায় ১১ শিশুকে উদ্ধার করতে পারলেও কুরফান আলী নিখোঁজ হন। তিনি উপজেলার দোয়ানী সীমান্তবাজার এলাকার বাসিন্দা।

হাতিবান্ধার দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপ্ত কুমার সিং বলেন, রংপুর থেকে আসা ডুবুরি দল গত ২৪ ঘণ্টার অভিযান পরিচালনা করে তিস্তা ব্যারাজের ৬শ মিটার উজান থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –