• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

 
লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১৮৭ বোতল ফেনসিডিলসহ জামিল প্রধান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, আটক মাদক ব্যবসায়ীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জামিলসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়।    

আটক মাদক ব্যবসায়ী গাইবান্ধার সাদুল্লাপুর থানা এলাকার আব্দুর রশিদ প্রধানের ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, একটি পিকআপ ভ্যানে প্লাস্টিক পোড়া মালের বস্তায় বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এ সময় তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। পরে টোল প্লাজায় প্লাস্টিক পোড়া কিছু মালের বস্তা নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামানোর সংকেত দিলে পিকআপ ভ্যানটি না থামিয়ে দ্রুত গতিতে উল্টো দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে।

পরে পিকআপ ভ্যানটি তল্লাশী করে একটি সাদা প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে রাখা ১৮৭টি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের মূল্য প্রায় ১ লাখ টাকা। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –