• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

আদিতমারীতে ১৯২ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩  

 
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১৯২ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদিতমারী উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুলের ১৯২ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।

জানা গেছে, পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ক্রয়কৃত এসব ট্যাব নবম দশম শ্রেণির ১,২ ও ৩ রোলধারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।
লালমনিরহাটজেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ উৎসাহ প্রদানের পাশাপাশি নিজ হাতে কোমলমতি শিক্ষার্থীদের ট্যাব তুলে দেন। ট্যাব পেয়ে আনন্দে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।  

মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নিশাত তাসনিম দিফা বলেন, আমরা ট্যাব পেয়েছি সত্যি অনেক খুশি। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার পাশাপাশি আইসিটি সেক্টরে জ্ঞান বাড়াতে এই ট্যাব আমাদের অনেক সহায় হবে। সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা ট্যাব দিয়ে অনেক উপকৃত হবো।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদ মোল্লা, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা  আনিছার রহমান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী, সমাজসেবা কর্মকর্তা  রওশন মন্ডল, পরিসংখ্যান কার্যালয়ের জুনিয়র পরিসংখ্যান সহকারী আতিকুল ইসলাম, চেইনম্যান জয়নাল আবেদিন প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –