– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

প্রথমে নিজে, পরে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করালেন স্বামী!

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে বন্ধুকে দিয়ে নিজ স্ত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত স্বামী আশরাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম। এর আগে বুধবার রাতে বাবার বাড়িতে বেড়ানোর কথা বলে বন্ধু জামাল হোসেনকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করান তিনি।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন অভিযুক্ত স্বামী আশরাফুল। কিন্তু বাবার বাড়ি নিয়ে না গিয়ে তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যান তার স্বামী। সেই রাতে স্বামী নিজে প্রথমে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপর বন্ধু জামাল নামে একজনকে ডেকে নেন। বন্ধু জামালের সঙ্গে স্ত্রীকে শারীরিক সম্পর্কের কথা বলেন স্বামী। এতে স্ত্রী রাজি না হলে স্বামীর সহযোগিতায় বন্ধু জামাল তাকে ধর্ষণ করেন।

পরদিন বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশায় অসুস্থ গৃহবধূকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেন অভিযুক্ত স্বামী। পরে বাবার বাড়ির লোকজন ওই গৃহবধূকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। গৃহবধূর পরিবারের লোকজন হাতীবান্ধা থানায় মৌখিকভাবে অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, নির্যাতিত গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –