• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু          

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আয়শা বেওয়া (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যা  সাড়ে ৬টায় উপজেলার বাউরা নবীনগর এলাকায় রেললাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা বেওয়া(৫৫) উপজেলার নবীনগর গ্রামের মৃত শফি উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির এলাকার রেললাইন পার হতে গিয়ে বুড়িমারী থেকে থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাউরা বাজার নিয়ে আসার পথে বৃদ্ধার মৃত্যু হয়। 

পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল ইসলাম মিরন বলেন, রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি পাটগ্রাম থানায় অবগত করেছি। 

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –