• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চাকরির প্রলোভনে আত্মসাৎ ৭০ লাখ, টাকা পেলেই যেতেন আত্মগোপনে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

চাকরির প্রলোভনে আত্মসাৎ ৭০ লাখ, টাকা পেলেই যেতেন আত্মগোপনে                 
চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ জনের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ওয়াহেদ আলী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা। গতকাল সোমবার রাতে লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক ওয়াহেদ আলী সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩০ জনের কাছ থেকে ৭০ লাখ টাকা আত্মসাৎ করেন।

ওয়াহেদ আলী লালমনিহাট জেলাসহ বিভিন্ন জেলার শিক্ষিত বেকারদের চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদান করা। টাকা আত্মসাৎ করার পরপরই তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। ঘটনাটি র‌্যাব-১৩ জানতে পেরে তথ্য প্রযুক্তির সাহায্যে সোমবার রাতে লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –