• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণ              
মাটির মায়া নামক একটি বেসরকারি সংস্থার আয়োজনে লালমনিরহাটে হরিজন পল্লীর শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণ করেছেন ডিসি মোহাম্মদ উল্ল্যা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ড্রাইভার পাড়া ও স্টোর পাড়া এলাকার অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র ও বই বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য ও সাবেক সংরক্ষিত মহিলা এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

এ সময় প্রতি শিক্ষার্থীর হাতে একটি করে প্রাথমিক শিক্ষা বই, একটি খাতা ও শীত নিবারণের জন্য একটি করে কম্বল ও চাদর দেওয়া হয়। 

আরো উপস্থিত ছিলেন মাটির মায়ার সংস্থার সভাপতি অ্যাডভোকেট ময়জুলই ইসলাম ময়েজ, সহ সভাপতি সুপেন দত্ত, নির্বাহী সদস্য স্বপ্না জামান, নির্বাহী সম্পাদক রিয়াজুল, চায়না বেগম প্রমুখ। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –