• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের, হাসপাতালে ছেলে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের, হাসপাতালে ছেলে           
লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে দুই বছরের আরো এক শিশু। শুক্রবার সকালে উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম ও তার ছয় বছরের মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন। এ সময় আহত হয়েছে তার ২ বছরের শিশু ছেলেসন্তান।

পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রেন ঘুন্টি এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে কাটা পড়ে মা সুমি বেগম ও মেয়ে তাসিনের মৃত্যু হয়। এ সময় তার ২ বছর বয়সী ছেলে আহত হয়। এছাড়া আহত ওই শিশুকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তবে কীভাবে এ দুঘর্টনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –