• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে তিন দিনব্যাপী ইজতেমা: ধরলার তীরে লাখো মুসল্লির ঢল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

লালমনিরহাটে তিন দিনব্যাপী ইজতেমা: ধরলার তীরে লাখো মুসল্লির ঢল          
লালমনিরহাটে ধরলার তীরে জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা শুরুর প্রথমদিনে লাখো মুসল্লির ঢল নেমেছে। জেলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা পাটগ্রাম পৌরসভার প্রাণকেন্দ্র ধরলা নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে।

তীব্র শীত উপেক্ষা করে লাখো মুসল্লি ইজতেমা মাঠে এসেছেন। ধরলা নদীর অববাহিকায় মোটা বালুর ওপরে নির্মিত বিশাল প্যান্ডেল নজর কেড়েছে।

প্রতিবছর এই ইজতেমা লালমনিরহাট সদরে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম পাটগ্রাম পৌর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। তবে এর আগে ১৯৯৯ সালে উপজেলার মির্জারকোট হাইস্কুল মাঠে একবার ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। জেলার পাঁচটি উপজেলা থেকে তাবলীগ জামায়াতের সাথীসহ লক্ষাধিক মানুষের সমাগম শুরু হয়েছে।

গতকাল বুধবার থেকেই মাঠ কানায় কানায় পূর্ণ দেখা গেছে। রাজধানী ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আশরাফ আলী তার সাথীদের নিয়ে বয়ান পরিচালনা করবেন। আগামী শনিবার বাদ যোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

পাটগ্রাম পৌরসভার সাবেক মেয়র শমসের আলী বলেন, জেলা ইজতেমা কেন্দ্র করে পাটগ্রামের সর্বস্তরের মানুষ সহযোগিতা করছে। ইতিমধ্যে দেশ-বিদেশ থেকে তাবলিগের মেহমানরা এসেছেন। তিন দিনব্যাপী ইজতেমা আশা করি সুন্দরভাবে শেষ হবে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, তিন দিনব্যাপী ইজতেমায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। মুসল্লিদের নিরাপত্তা দিতে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের টহল রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –