• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৩  

লালমনিরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন                          
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোচালক সাহাদাত হোসেন হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-কালীগঞ্জ উপজেলার খালিসা মদাতী এলাকার আমিরুল হকের ছেলে মো. শামীম হাসান ওরফে শামীম মিয়া, আজিজার রহমানের ছেলে মো. সুজন আলী ওরফে সুজন মিয়া ও হাবিবুল্লাহ বাহার ওরফে হাদীর ছেলে মো. সোহাগ ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, এজাহারকারী মোছা. সাহিদা বেগমের ছেলে মো. সাহাদাত হোসেন বিগত ২০২০ সালের ২১ সেপ্টেম্বর বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বাইরে যায়। ওইদিন রাতে মো. সাহাদাত হোসেন বাড়ি না ফিরে আসায় তার মোবাইল ফোনও বন্ধ পায় তার পরিবার।

পরে পরিবার জানতে পারে ঘটনার দিন বিকালে কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট বাজার বাসস্ট্যান্ড থেকে আসামি মো. শামীম মিয়া ও সুজন মিয়াসহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি ভাড়ার কথা বলে সাহাদাত হোসেনকে অটোরিকশাসহ অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরে মুক্তিপণ চেয়ে না পেয়ে সাহাদত হোসেনকে হত্যা করে লাশ লুকিয়ে রাখে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –