• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২  

লালমনিরহাটে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন করা হয়েছে। 

রোববার সকাল ৯টা ৩০মিনিটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে দিনব্যাপী চলে। লালমনিরহাট শহরের শতবর্ষের পুরাতন গির্জা ঘর ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) প্রাঙ্গণে এ দিনের বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ঈশ্বরের মন্ডলীর সম্পাদক জেমস্ আশিষ দাস সকলকে খ্রিষ্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এ সময় তিনি শাস্ত্র আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধনী শাস্ত্র পাঠ করেন চারু চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রার্থনা, শাস্ত্র আলোচনা ও এষা আদ্রিতা দাসের বিশেষ গান পরিবেশন করা হয়।

এ সময় ঈশ্বরের মন্ডলীর সভাপতি ডেভিড কর্মকার, সমাজ সেবক জাকিয়া সুলতানা রিমু, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন, লালমনিরহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –