• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটের আর্জেন্টাইন ভক্তদের উল্লাস ও আনন্দ শোভাযাত্রা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২  

লালমনিরহাটের আর্জেন্টাইন ভক্তদের উল্লাস ও আনন্দ শোভাযাত্রা                  
উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টাইন ভক্তরা,দীর্ঘ ৩৬ বছরের প্রতিক্ষার পর কাতার বিশ্বকাপে ফাইনালে পছন্দের আর্জেন্টিনা দল কাপ পেয়েছে। দীর্ঘ সময়ে এই অর্জনে লালমনিরহাটের আর্জেন্টাইন ভক্তরা উল্লাস করেছেন।

সোমবার বিকেলে লালমনিরহাট পৌরসভা চত্ত্বর থেকে আর্জেন্টাইন ভক্ত মেয়র, তার পরিবার ও সাধারন মানুষ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।সমর্থকেরা আর্জেন্টিনা দলের আকাশী সাদা রঙের জার্সি গায়ে দিয়ে পিকআপ ও মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আবার ও মিলিত হয়। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা জনতা হাত নাড়িয়ে তাদের অভিবাদন জানান।

আয়োজক কমিটির আহবায়ক পৌর মেয়র রেজাউল করিম স্বপন বলেন,সেই ছোট বেলা থেকে তিনি আর্জেন্টিনা দলের ভক্ত।তিনি সমর্থকদের আরও  উজ্জ্বীবিত করতে এ শোভাযাত্রাটি বের করেছেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন আর্জেন্টিনা দলকে সমর্থন  দিয়ে যাবেন।

শোভাযাত্রায় আর্জেন্টিনার পতাকা হাতে জার্সি পরে ঢোল বাজিয়ে আনন্দ-উল্লাস করেন শতাধিক আর্জেন্টাইন সমর্থক।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –