• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সেমিনার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২  

লালমনিরহাটে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সেমিনার                             
উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি এই প্রতিপদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জেলা শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ।

কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ লালমনিরহাটের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল লালমনিরহাটের রাজস্ব কর্মকর্তা সাহাব উদ্দিন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ লালমনিরহাটের রাজস্ব কর্মকর্তা হুমায়ূন কবির মিনা।

অনুষ্ঠানে অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, পরিচালক শাহা আলম,মোকছেদুর রহমান, সাখওয়াত হোসেন, আব্দুল খালেক বাবু,সেকেন্দার আলী,মজমুল হোসেন প্রামানিক,আলী হাসান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –