– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

কালীগঞ্জে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২  

কালীগঞ্জে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ                    
লালমনিরহাটের কালীগঞ্জে নিজ ঘর থেকে খোকা মিয়া নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের কামারপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খোকা মিয়ার কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। প্রতিবেশীরা তাকে ডাকলেও কোনো সাড়া মেলেনি। ঘরে তার স্ত্রীও ছিলেন না। পরে থানায় খবর দিলে খোকা মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি এটিএম গোলাম রসূল জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় শুক্রবার দুপুরে লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে তিন-চারদিন আগে মৃত্যু হওয়ায় লাশে পচন ধরেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –