– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

আদিতমারীতে ছেলেকে পান্তা খাওয়াতে এসে যা দেখল মা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২  

আদিতমারীতে ছেলেকে পান্তা খাওয়াতে এসে যা দেখল মা                  
লালমনিরহাটে বিয়ের বয়স পার হয়ে যাওয়ায় সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউপির গিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।  সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রউফ দুলালের ছেলে।  

সাজ্জাদের মা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাজ্জাদ বাড়িতে এলে তাকে ভাত খেতে বলি। তখন ছেলে বলে মা রাতে আর খাবো না, কাল সকালে পান্তা ভাত খাবো। এই বলে সে ঘরের দরজা জানালা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। ওই বাড়িতে সাজ্জাত একাই থাকতো। সেখানেই সাজ্জাদ খাওয়া-দাওয়া করতো। আর আমি ছোট ছেলে সৌরভের কাছে থাকি। বিয়ের বয়স পার হওয়ায় সে কারো সঙ্গে মিশতো না। কোনো কাজও করতো না সে। খাবার সময় হলে বাড়িতে এসে খেয়ে আবার বাহিরে যেতো। 

তিনি আরো বলেন, সকালে ছেলেকে ডাকলে কোনো সাড়া পাইনি। তখন ছোট ছেলে সৌরভকে ডাকি। সৌরভ এসে ডাকলেও সাড়া পায়নি। সাজ্জাদের বাড়িটি দালান ঘর ও লোহার দরজা জানালা হওয়ায় তা খোলা সম্ভব হচ্ছিল না। পরে তাদের সন্দেহ হলে সৌরভ ঘরের উপরের টিন কেটে ভিতরে ঢুকে দেখে সাজ্জাদ দড়িতে ঝুলে আছে। আমি ছেলের জন্য প্লেটে পান্তা নিয়ে এসেছি। কিন্তু ছেলেকে পান্তা খাওয়াতে পারলাম না।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, সাজ্জাদ খুব ভদ্র একজন মানুষ ছিলেন। তার সঙ্গে কোনোদিন কারো ঝগড়া হয়নি। তবে তিনি বিয়ে করেননি। কেন বিয়ে করেননি তা আমরা জানি না।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারর মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –