• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আদিতমারীতে ৩০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২  

আদিতমারীতে ৩০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু              
লালমনিরহাটের আদিতমারী খাদ্য অধিদপ্তরের কর্মসূচির আওতায় ৩০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিলারদের মাধ্যমে চাল বিক্রি শুরু করা হয়।

খোলা বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি,আর সারোয়ার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক হাসনা আকতার, আদিতমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি  সুলতান হোসেন, ওএমএস ডিলার ফরহাদ আলম সুমন প্রমুখ। 

খোলা বাজারে চাল বিক্রয় প্রসঙ্গে খাদ্য নিয়ন্ত্রক হাসনা আকতার বলেন, ‘সপ্তাহে ৫ দিন সুলভ মূল্যে প্রতি কেজি চাল ৩০ টাকা করে বিক্রি করা হবে। উপজেলা পর্যায়ে ২ জন ডিলার প্রতিদিন ২ মে. টন করে মোট ৪ মে. টন চাল বিক্রি করতে পারবেন। প্রতি ডিলার প্রতিদিন জনপ্রতি ৫ কেজি করে চাল বিক্রি করবেন। প্রতিদিন ১ জন ডিলার ৪০০ পরিবারের মাঝে এই চাল বিক্রি করবেন।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি,আর সারোয়ার এ প্রসঙ্গে বলেন, সার্বক্ষণিক তদারকির মাধ্যমে নিম্নআয়ের লোকজনের মাঝে এ চাল বিক্রয় করা হবে। তিনি আরো বলেন,ওএমএস'র চাল বিক্রিতে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –