• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাতীবান্ধায় পুত্রবধূকে অ্যাসিড নিক্ষেপ, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২  

হাতীবান্ধায় পুত্রবধূকে অ্যাসিড নিক্ষেপ, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার                  
লালমনিরহাটের হাতীবান্ধায় পুত্রবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে সোমবার ভোরে জামালপুর জেলা পুলিশের সহায়তায় জেলা শহর থেকে শ্বশুর আতোয়ার রহমান ও শাশুড়ি হামিদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। 

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আঙ্গুর মিয়া বলেন, বিয়ের পর থেকেই মাহমুদা বেগমকে নানা কারণে নির্যাতন করে আসছিলেন শ্বশুরবাড়ির লোকজন। গত ১৩ জুলাই সন্ধ্যায় শ্বশুর-শাশুড়ি ও ননদ তার গায়ে অ্যাসিড ঢেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মাহমুদা বেগমের বাবা আব্দুল মালেক বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। এরপর থেকে পলাতক ছিলেন তারা।

তিনি আরো বলেন, গোপন খবরের ভিত্তিতে জানা যায় জামালপুরে রিকশা চালিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন আতোয়ার রহমান। পরে জামালপুর জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে বাসায় গিয়ে তার স্ত্রী হামিদা বেগমকেও গ্রেফতার করা হয়। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –